এমনই কোনো এক
জ্যোৎস্না মাখা পূর্নিমা রাতে
যদি চলে আসি তোমার
স্বপ্নভরা কল্পনাতে।


বসবো দুজন মুখোমুখি
সঙ্গে থাকবে চাঁদ তাঁরা
মিটিমিটি জ্বালাবে আলো
রাত জোনাকিরা।


শীতল পরশ দেবে গায়
দক্ষিণা হাওয়া এসে
পাহাড়া দেবে নিশাচারীরা
গুপ্তচরের বেশে।


চাঁদের সাথে হবে কথা
হাত রেখে দুজনার হাতে
জ্যোৎস্না স্নান করবো দুজন
ঘুম রবে না আঁখিপাতে।


মনের সাথে মন মিলাবো
চোখে চোখে হবে কথা
ভুলে যাবো সব, আছে যত
দুঃখ বেদনা ব্যাথা।


সবই তো হলো মনের খেয়াল
কল্পনায় আঁকি তোমায়
স্বপ্নেই যখন আসো তুমি
ধরা দেও এসে বাস্তবতায়।।