তখন আমরা পাশাপাশি হাঁটতাম
রাস্তা গুলো তখন নদী
ট্রাম লাইন পাহাড়ি পথ , ফুটপাথ পাহাড়
আর কলেজ স্কোয়্যার তখন অভয়ারণ্য ...
তোমার সাথে তখন আমার ভবঘুরে সম্পর্ক


ইতস্তত দুপুর গুলোতে ক্লাস হতোনা
পালাতাম কফি হাউস ,
বলতে, 'এই ছেলেটা নাম কী রে তোর ?'
তুমি শোনাতে জয় গোস্বামী,
তোমার সাথে তখন আমার কবিতা সম্পর্ক


আমরা তখন একসাথে হাঁটতাম
নন্দনে প্রথমবার চুমু খেয়ে গেয়েছিলাম,
এই শহর জানে আমার প্রথম সবকিছু...
আমি শোনাতাম কবির সুমন ,
তোমার সাথে তখন আমার গিটার সম্পর্ক


কোনো কারণ খুঁজে পেতামনা
তোমার থেকে পালানোর
তবে পাশে থাকার হাজারটা অজুহাত খুঁজে পেতাম
যখন ভীষণ দুপুর নামতো সরোবরে
তোমার ঘামের সাথে তখন আমার রুমালের সম্পর্ক ...


তখন আমরা একসাথে হাঁটতাম
সেই যে ময়দানে আমায় তুমি একটা গোলাপ দিলে
আমি কালবেলার ভেতর গুছিয়ে রেখেছিলাম
তখন থেকেই তোমার সাথে আমার
মাধবীলতা আর অনিমেষ সম্পর্ক ...