যখন তুমি প্রশ্ন করো, কতটুকু ভালোবাসি?
ইচ্ছে করে মেপে দেখাই চাঁদের ঐ জোৎস্নারাশি,
কতটুকু জোৎস্না দেয় আকাশের ঐ চাঁদ?
জানো কি তুমি কীভাবে করে সেই জোৎস্নার পরিমাপ?
মাপতে যদি পারো তুমি চাঁদের সেই জোৎস্নারাশি,
বলতে পারি আমিও তোমায় কতটুকু ভালোবাসি ।

বলতে পারো সাগর বুকে কতটুকু গভীরতা?
কতটুকু স্রোত এলে বাড়ে ঢেউয়ের প্রখরতা?
যদি তুমি বলতে পারো রাতের আধার কত কালো,
আমিও তবে বলবো তোমায় কতটুকু বাসি ভালো ।

কেন তৃণের সবুজ ছায়া মাটি বুকে আগলে রাখে?
রাতের বেলায় জোনাক কেন আধার গায়ে আলো মাখে?
কতটা ভালোবেসে বলো প্রকৃতি করে এসব?
আমিও তবে বলবো আমার ভালোবাসার একক
জানবে তুমি ঠিক কতটা ভালোবাসি আমি,
বলবো আমি, বলবে সাথে আমার অন্তর্যামী