ভাবছো তুমি সুন্দর হলেই ভালোবাসবো তোমায়?
আমি নিজেকে খুঁজে পেয়েছি তোমার অসুন্দরের ছোঁয়ায়
আমি সুন্দর নয়, অসুন্দরকেই বেশি ভালোবাসি
মুখ দেখে ভালোবাসিনি তোমায়, দেখেছি মুখের হাসি ।


সুন্দর যা তোমার কাছে, আমার কাছে নয়
রূপ দিয়ে তো যায়না পাওয়া মনের পরিচয়,
যা খুঁজে পেয়েছি আমি তোমার চোখের মায়ায়
কাজল কি সেটা ঢাকতে পারে নিজের কৃত্তিমতায়?


গুণের বিচার না করে যখন দেখে সবাই রূপ,
আমি তখন তোমার মাঝে,
তোমার নিজ স্বত্বা পেয়েই থাকি নিশ্চুপ ।
তুমি ভাবো অসুন্দরীর কিইবা প্রশংসা,
তাই বোধয় মৌন আমি, স্তব্ধ ভালোবাসা
আমি খুজি সাধারণে অসাধারণ কিছু,
মিথ্যে সুখে অবিশ্বাসী, ছুটি না তার পিছু
তাই মৌন হয়ে পাশে থেকেই ভালোবেসে যাই,
আমি সৌন্দর্য নয়, শুধু তোমাকেই চাই।