গাঢ় স্বরে কবিতার ডাকাডাকি রাত দুপুরে
চৌকাঠে অবলীলায় ধ্বনিত হয় সেতারের সুর
একটুও বায়না ধরিনা থামো বলে
জল ঝরা চোখে কুয়াশা দৃষ্টি তবু
এভাবেই ওর সাথে বেড়ে ওঠা ঘর বসতি

খুব রাত হয়.....
শরীর ছুঁয়ে ওম পোহানো
কখনও অভিমান ঝরে আঁধার লেপ্টে বুকে
ঝরে কুয়াশার মতো...
বুকের শিকগুলো মুষড়ে

তারপর যখন রোদ ঝরে ....
অবারিত ঠোঁটের রেখায় উপচে পড়ে মায়া
আমি দীঘল চুমোয় পার করি আরব্য রজনীর রাত
অনুক্ত স্বরের গল্পেরা খেলা করে নির্পলক চোখের কার্নিসে

ধ্রুপদী তৃষায় পার হয় ত্রিকাল
তেপান্তরে আঁকা হয় লজ্জবতীর পট
আর তৃষিত আমি চেয়ে থাকি ক্ষয়ে যাওয়া বিষূবের তারে
উপোসী একাদশীর মহাকালে কানপেতে
স্বপ্ন ভঙ্গের সুর শুনি
সুবর্ণ রেখার রোজ নামচায়