ছলাৎ ছলাৎ নদীর বুকে বৈঠা ভাঙে জল
বাতাস আঁচল দোল খেয়ে যায় বুকের মাঝে ঢেউ
চৌরাশিয়ার বাঁশির ঠোঁটে কলকলানি সুর
ডুব সাতারে উড়াল পাখির লুটোপুটি হাসি
গল্প ঝরে বাবুই পাখির কিচির মিচির তান
ঠোঁটের আড়ে খুব খেলে যায় কালপুরুষের নাচ
উদাস আকাশ মুখ লুকিয়ে ঝরায় মিটি খুশি
শিশ বাজিয়ে একলা দোয়েল খোঁজে জোড়া মায়া
বিকেল গড়ে সন্ধ্যে নামায় ঘুঙরু পোকার ডাক
জোছনা খোঁজে অবুজ আধার রূপসী চাদের আলো
মন ছুটে যায় বাঁধন টুটে তৃপ্তি মেটায় শ্বাস
প্রজাপতির রঙিন পাখায় উড়ায় উচ্ছ্বাস।



(আমি ছন্দ মাত্রা বুঝিনা-প্রথাগত সনাতনী সুত্র ধরে লিখতে পারিনা- ইচ্ছেও করেনা।নিয়মের অনিয়মে তাই ভঙ্গুর স্বরলিপির আয়োজন )