অবেলার দুপুরে ছলোছলো  হাওয়া ওড়ে
আজ বুঝি মেঘ নেমেছে।
সুরেরা ওড়ে মেঘেরই ছায়াতে
ফুরফুরে স্বপ্নেরা সুর ধরেছে...


তবু দ্রোপদীর চিতকার শোনেনি সন্ধ্যের গীটার,
সোডিয়ামে ম্লান ,...
নিস্তব্দ অভিমান তার
লুটানো আচলে সম্ভ্রম খোঁজে।
একঝাক বুনো পাখির উড়ন্ত মিছিলে
ঝরা পালকের গল্পে,
ক্লান্ত বনের উদাসে ঝরা পাতায়
আর ফিরফিরে কষ্টের অনুভবে।


আনমনে বেজে ওঠে বুকের গীটারে...


"হাওয়ারা জড়োসড়ো বুক যে খাঁ খাঁ করে
মনের মানুষ নাইরে আমার মনেরও ঘরে..."


দমকা হাওয়ায় ওড়ে নিশুতি রাত,
আমি অতঃপর এক চিলতে আকাশ দেখি
দেখি নক্ষত্রের অভিসার -
তারাদের কাশবনে...
গল্প ওড়ানো বিকেলের কার্নিশে
ছুঁই ছুঁই রুপকথার অববাহিকায়।