ফের যখন ঘুরে আসি নাগরিক শহরে
ভাষার সাম্যতার দিনে
জানালায় হুমড়ি খাওয়া রক্তাক্ত বাতাস
চিড় ধরেছে পাঁজরের শিকে।

অলিগলি হেটে যায়,সহসা আন্ধা গলির মুখে
চ্যূয়ানো রক্তের অবিরল ধারা- স্রোত
একঝাঁক প্রানহার সোল্লাশ
ধারালো দাতে কেটে খায় বুকের হাড়-গ্রন্থি
আমি শব্দার্থ ভুলে যায়।
ভুলে যায় শব্দের সংজ্ঞা,কারক বিভক্তি
হুলিয়া হওয়া শব্দকোষে চোখ রাখি,
সেখানেও অনুভব আকুণ্ঠ ডুবে যায়
সন্ধি- সমাজ গড়েনা কাব্যের অনুপ্রাস
অনুশোচনায় দেখি টোটেম- ট্যাবুর বৃত্তে
ফ্যারাও উন্মাদনা- আমি কাদতে ভুলে যায়।
ভুলে যায় বোধগম্যতায় শব্দার্থ-ভাষা নয়
পরিস্থিত-পরিবেশ উচ্চারণ-আচরন আঙ্গিকে
নির্ভর করেনা শব্দার্থের ব্যঞ্ছনা।
বৃত্ত আমায় বেঁধেছে মত্ত
বুনো ষাঁড় নাড়ে সিং উন্মত্ত।

আমি রুখে উঠি- মানিনা আইন...
আমি মিছিলে যাব,শ্লোগানে শ্লোগানে জানিয়ে দেবো
বোধগম্যতাই শব্দার্থের আইন
অনুভুতির অনুভবই কাব্যের ব্যঞ্ছনা।


পাদটিকা:-
প্রকল্প- অনুমান-চিন্তার ধাপ- সিঁড়ি।

আজ ওয়াল্ড স্ট্যান্ডার্ড ডে- "স্ট্যান্ডার্ড"ওয়াল্ড কমন ল্যাঙ্গুয়েজ ডে,প্রেক্ষাপটে নিবেদিত।