সেদিন খুব বৃষ্টি হচ্ছিলো,
তুমি একা নির্জন নিস্তব্ধ রাস্তায়,
ভেজা চুল ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছো,
এক অসহায়ত্ব চেহারায়।
আমি ছাতা নিয়ে পাশ কাটিয়ে যাওয়ায় সময়,
কোমল মনে হঠাৎ আমার কিছু হয়েছিল,
তখন তোমাকে একছাতায় আসার জন্য
আমন্ত্রণ জানালাম।
সেই থেকে এখনো সম্পর্কে জড়িয়ে আছি,
তুমি বিহীন স্মৃতিটুকু তে।


হারিয়ে যাওয়া কলেজ জীবনে
তুমি বরাবরই Physics-এ
কোনরকম পাশাপাশি বসে পাস করতে,
আর অন্যদিকে আমি Mathematics-এ
শূন্যের অধীনে থাকতাম তাও তোমার কারণে।
তবে আর যাইহোক, আমাদের দুজনের প্রেমের
রসায়ন টা ছিলো একদম রস রসে টইটম্বুর।


তোমার এলো তেলো চুলের স্নিগ্ধতা,
ঐ কদম বনে হাতধরে হাঁটা,
মাঝেসাঝে অবুঝ মনের আবদার,
লুকোচুরি অজুহাত দিবা রাত্রিতে
তোমায় এক পলক দেখার স্বাদ।
ক্যাম্পাস ক্যান্টিনের দেয়ালে,
ঝুলে আছে আমাদের ভুলে না যাওয়া ডাকনাম।
ঐ প্রেমের স্মৃতিতে আমার হৃদয়ের অস্তিত্ব,
হলো এক পথহারা দীর্ঘ নদী।


তুমি কি মানো, স্মৃতি কখনো বদলে যায়.?
আমি জানি স্মৃতি লুকিয়ে থাকে,নিশ্চুপ থাকে,
ভালোবাসার মানুষের সেইসব
অতীত একাকী নীরবতায়,
তোমাকে আমার ঘুম ভেঙে যাওয়া মাঝরাতের
অদৃশ্য প্রেয়সী মনে হয়।💚
-----*****-----***---------


#২৯শে_সেপ্টেম্বর_২০২২ইং