শুরু টা শুরু হয়েছিল কোনো এক সন্ধ্যাবেলায়
আড়চোখে তাকাতেই
থমকে গেলাম,
হাসিমুখ চেহারায় প্রকৃতির ছোঁয়া
ঠাট্টা র ছলে আর কথার মাঝে
তোমায় পুরোটা ই দেখতে পেলাম।


কথা আছে দেখা হবে একদিন
দেখবো তোমায় খোলা চুলে,
হাতে দিও কাঁচের ও চুড়ি,
সেদিন সেজো তুমি তোমার মতো করে
তবে অনুরোধে পড়ো তুমি
ভালোবাসার কোনো এক নীল রঙের শাড়ি।


ধুলো জমে আছে সেই বে নামি চিঠিতে
চেনা মুখ দের ভিড়ে অচেনা কে পেয়েছি ,
লিখেছি তোমায় নিয়ে কবিতা ,
দূরত্ব ভুলে যদি পদ্য সাজায়
চেনা জানার মাঝে হয়ে থেকো তুমি
সেই সন্ধ্যা বেলার অপরিচিতা।


২১শে মার্চ ২০২১.