আমার পোষা বেড়ালটি গত হয়েছে
আজ অনেক বছর।
কৃষ্ণচূড়ার রাঙা ফুলের গাছটাও
কথা বলে না কারো সাথে, ও খুব একা।
তোমার আমার মাঝে এক নীলাকাশ দূরত্ব,
দূর্বা ঘাসের বুকে শিশির বিন্দুর স্নানে,
আজ আর একসাথে ভেজা হয় না,
বুলিয়ে নেওয়া হয় না তোমার আলতা রাঙা পা।
তোমাদের ইট পাথরের শহরে,
নিয়ন বাতির আলো বড্ড বর্ণ বিবর্ণ।


চারদিকে শুধু চারদেয়ালে বদ্ধ,
জরাজীর্ণ হতাশাগ্রস্ত জনজোয়ারের ঢেউ।
এই শহরে বিশুদ্ধ অক্সিজেনের ঘাটতি,
চারপাশে ঝকঝকে তকতকে যান্ত্রিক হাসি,
এই তোমাদের জীবন।


গ্রামের রাস্তায় কোন ভীতিকর পরিবেশে,
সেই কৃষ্ণচূড়া গাছের ছায়ার তলে,
আশ্রয় কেন্দ্র ছিল তোমার,
হতভম্ব হয়ে আমায় জড়িয়ে ধরতে।
সময়, সেসব সময় এখন আর নেই,
আমার তুমি টা হয়ে, নেই সেই আগের তুমি।
এই শক্তিরূপী ইটের শহরে তোমায়,
দিনের পর দিন তৈরি করেছে,
এক রসহীন রমণীয়া অপরুপ সুন্দরী।


কি করবো, আমিও তো তোমার একজন,
তুমি আমায় ভুলে গেলেও,
মনে রেখেছি আমি, আজ তোমার জন্মদিন।
কোন একসময় আমার হাতের ঘড়ির সময়টা
শুধু তোমার জন্য ছিলো, ছিলো আমাদের।


শুভেচ্ছা স্বরুপ,
রেখে গেলাম তোমার জন্য রাঙা লাল রঙের শাড়ী,
কাচের চুড়ি, দীঘল কালো চুলের খোঁপার জন্য,
সাদা ফুলের মুক্তার মালা, সাথে লাল টিপ।
আর, নীল কালিতে লেখা ভালোবাসার চিরকুট,
অগোছালো লেখায় কিছু কবিতা।


আমি জানি,
অতীতের সময় আর তো ফিরে পাবো না,
পারি নি বলেই দিয়ে গেলাম সামান্য কিছু,
কিছুটা সময় পেলে হাত বুলিয়ে দিও,
যদি পারো আপন করে নিও।
আমি ডিঙি নৌকায় অপেক্ষায় থাকবো
সেই পুরনো শাপলা দীঘির ধারে,
মনমাঝি শুধু তোমার মনটা ছুঁতে চায় বলে,
আমাদের দূরত্ব টুকু হাতে হাত রেখে ইতি হোক,
ফুরিয়ে আসা সেই আলোর বিকেলে।
*********♥**********
#২৯শে_অগাস্ট_২০২২ইং