হে একুশ তুমি শুধু সংখ্যা নও,
তুমি আমাদের অহংকার।
হে একুশ তুমি শুধু সংখ্যা নও,
তুমি আমাদের গর্ব।
হে একুশ তুমি শুধু সংখ্যা নও,
তুমি রক্তভেজায় রক্তাক্ত
সবুজের বসুন্ধরায় লালা গালিচার আবরণ।


হে একুশ তুমি শুধু সংখ্যা নও,
তুমি লাখো শহীদের আত্মমর্যাদার প্রতীক,
যা আমরা বহন করে চলেছি যুগের পর যুগ।
হে একুশ তুমি শুধু সংখ্যা নও,
তুমি হলে আমাদের রুদ্ধশ্বাসে
মুক্ত বাতাস বয়ে যাওয়ার স্রোত।


হে একুশ তুমি শুধু সংখ্যা নও,
তুমি হলে স্বামী সন্তান হারা
এক অপেক্ষায় কাতর সদ্যজাত গৃহবধূর
বুকফাটা কান্নার চিৎকার।
হে একুশ তুমি শুধু সংখ্যা নও,
তুমি উর্ধ্বমূখী ভোরের সূর্যের আলো
দেখিয়েছ মোদের চোখে,
তাই তোমায় ভালোবাসি।


আমার সোনার বাংলা ভাষা কে
তুনি মোদের কন্ঠে সংস্থাপন করেছো,
তোমায় বিনম্র শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলী।
তোমায় ভুলতে পারি নি বলেই,
তুমি আজও অমর হয়ে আছো
মোদের হৃদ মাঝারে।
♠♠♠♠♠♠♠♠♠♠
২০ শে ফেব্রুয়ারী ২০২২ইং