তুমি যাও যেখানেই
আমি থাকবো তোমারই সঙ্গে,
নিঃশ্বাস ফেলবো দুজনে একসাথে
মন মন্দিরে তুমি পদার্পণ করো
পদধূলি মেখে নেবো আমরা সর্বাঙ্গে।


এলোমেলো কেশ হাওয়ায় উড়ে যায়,
নক্ষত্রেরা চাঁদনী রাতে
স্থান বদলায়।


ওগো চলে গেলে মোর হৃদয়ের
ভ্রমণকারীনি!
আমার পদশব্দ তুমি শোনো নি?
এসেছিলাম দীঘল কালো চুলের
অন্ধকারে নিজেকে হারাতে,
অবাক হয়ে তাকিয়ে ছিলাম দেখে,
সরিয়েছে কে তোমার চূর্ণ অলক।


তুমি একাকিনী
সবকটা জানালা খুলে দিয়েছো
মাঝ রাতে তুমি সামনে দাঁড়িয়ে দর্পনের,
হাতে ছিলো চিরুনি।
এক স্থির চিত্র চোখে ভাসছিলো
আড়ালে থেকে দেখি
তোমার সুঠাম তনু।
স্তনবৃন্তে ক্ষণিকের উত্তাল ঢেউ!
আমার উত্তাপ ঠিকই
স্পর্শ করেছিলো আমাকে!
রাত জাগা ভোরের পাখির মতো
আমি থেকেছিলাম তোমার প্রহরী।


শুকিয়ে যাওয়া ফুলের মালা
বলে দেয় তুমি এসেছো
পাখিরা সব জানে আমি আছি
প্রতীক্ষায় কার জন্যে,
লিপস্টিক ঠোঁট তোমার গন্ধময় হবে,
খুব ব্যস্ত, একা অন্তরালে ভালোবাসো!


আমি হাহাকার করে উঠি
মুহূর্তেই চোখগুলো মুছি,
যাও যেখানেই যাও
আমি তোমার সঙ্গে বাঁচি।


তুমি আমার কাছে আসো বা না আসো
আমি এক নির্বাক প্রেমিক
অভিযোগ থাকবে না একটি বারো,
তোমায় বেঁধে রেখে কি হবে আমার?
তপ্ত বালির বুকে হেঁটে চলেছি।
যদি মন চায়!
তুমি আমায় আঁকড়ে ধরে রেখো।
তুমি ভালো থেকো, খুব ভালো থেকো তুমিও।


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


১লা জুলাই ২০২১।