ইতিহাসের পাতায়
আমার এক ঐতিহাসিক প্রেমিকা ছিলো,
ছিলো শুধুমাত্র কাগজের পাতায়।
রঙিন প্রচ্ছদে রঙিন মলাটে বাঁধানো ছিলো,
তাকে নিয়ে বলা হতো কত লেখায়, কত কথায়।


আমার বন্ধু বান্ধবী রা খুব দুষ্টুমি করতো তাকে নিয়ে,
নানান কথায় আমাকে হাসাতো,
আর আমায় বাতাসে উড়াতো, সাগরে ভাসাতো।
তার প্রতি একদিন ভালোবাসায় আবেদন
করেছিলাম,


আমি খুব ভালো ছিলাম তোমাকে পেয়ে,
ভালো ও কিন্তু কম বাসি নি।
হঠাৎ পরিচয়ে সম্পর্কে জড়িয়ে পড়া,
যেমন টা হয়ে থাকে প্রত্যেকের নিজস্বতায়।


প্রাণিবিদ্যা বিভাগের জানালার পাশে দাঁড়িয়ে
তোমাকে একটু দেখার জন্য,
প্রাণ টুকু নিজের বিদ্যায় দেওয়া হতো না।
এ এক অন্য রকম মনের অনুভূতি,
লুকোচুরি প্রেম-ভালোবাসা।
আসলে ভালোবাসা টা কি,কেমন
সেটা শিখেছিলাম তোমার আলোতে।


আজ নেই তুমি, আমি নেই তোমার সাথে,
নেই তোমার স্পর্শে, নেই তোমার আদরে।
জানো, তোমার হাতের রান্না খেতে মন চাচ্ছে,
হাতে মাখানো ভাতের সাথে মধুময় ভালোবাসা।


খুব ভালোবাসার অভাব বোধ করছি,
আকাঙ্ক্ষা চাহিদা সবটা ঘিরে রেখেছে আমায়।
অস্বাস্থ্যকর হোস্টেলের খাবার,
যেসব স্বাস্থ্যকর বলে মেনে এবং মানিয়ে নিয়ে
খেতে হয়,সেসব আর খেতে পারছি না,
পারছি না বলেই এত আকুতি মিনতি।


কি হবে জানি না,জানা নেই আগামীর পথচলা,
আমার অভাব বোধ এখন তোমার স্বভাবের অভাব।
এই বিশ্ববিদ্যালয়ের মাটি,Campus,
বন্ধুদের সাথে ভাগাভাগি করে মেঝেতে থাকা,
এসব কিছু না বহিষ্কার করতে আরো কমপক্ষে
দু-চারটে বছর লাগবে,এর সাথে তোমাকেও যে লাগবে.!!


তার মধ্যে Carrier, Family তোমার ভালোবাসা
এসব Maintain করা' না,
খুব Difficult হয়ে গেলো। Difficult হয়ে গেলো
তোমাকে আটকে রাখা।
তুমি যে আমায় বছরখানেকের মধ্যেই
বহিষ্কৃত করবে অজানা ছিলো।
অপেক্ষা করতে চেয়েছিলাম
তোমার প্রতীক্ষায়,
ঐ অপেক্ষা টা এখন আমার ক্লান্তি বিনোদন।
ক্ষান্ত…...আজ আমি ক্ষান্ত.....!!!!


তোমার দেখা নীলাকাশ আজ ঘুমো ঘুমো
চোখে ঘুমিয়ে পড়েছে..!!!
আমার অজানায় অজান্তে জানাজানি হয়ে গেলো
তোমার সন্ধিক্ষণ।
আসলে আমরা কি বা পারি.?
ছেড়ে যাওয়া, চলে যাওয়া, ভুলে যাওয়া,
ধরা দিতে এলে ধরতে পারি না,
নাকি ধরতে জানি না.?
তোমায় বড্ড নিয়মমাফিক
অভ্যাসে পরিণত করেছি,
এই অভ্যাস টা না,
এখন এক ভয়ংকর বদভ্যাস...!!!!
************************
৬ই ডিসেম্বর ২০২১ইং