শুরু করলাম তোমার চোখ দিয়ে
চাহনিতে রয়েছে এক আকর্ষণ,
সাদা চোখের নিচে কাজলের ছাপ
চোখে চোখে কথা হয়, কত ইঙ্গিত, কত ইশারা,
দেখে মনে হয় আমরা কতোই আপন।


ঠোঁটের প্রতি নজর কাটে আমার
ঐ লালা ঠোঁটের কোণে লেগে থাকে মুচকি হাসি,
তোমার হাসিটা কত শৈল্পিক, কত সৌন্দর্য, কত মায়া, কত ভালোবাসা।
সেই হাসি দেখে দেখে হার মেনেছে ঐ পূর্ণিমার শশী।


স্পর্শ পেয়েছি তোমার কোমল হাতের
সে হাতের তালুতে কত
আঁকাবাঁকা মেঠোপথ,
মেঠোপথ বেয়ে ইচ্ছে করে দুজনে হাঁটি।
স্বপ্নে আমি হেঁটেছি করেছি দুজনে মিলে শপথ।


তোমার দেহের কি কারুকাজ
নিজের হাতের ছোঁয়ায়
তোমায় পরাতে চাই লাল শাড়ির ভাঁজ।
সঙ্গে থাকবে কপালে টিপ,পায়ে নূপুর, পরনে থাকবে ম্যাচিং ব্লাউজ,
ক্লিপ ফেলে দিয়ে রাখবে খোলা চুল।
সত্যি বলতে সৃষ্টিকর্তার হাতে বানানো, তুমিও একটি ফুল।


বর্ননায় তুমি এক বর্ণালী
শেষ পর্যন্ত চলে এলেম তোমার পদতলে,
কি সুন্দর ছোট ছোট আঙ্গুল
সমান তালে নাচে
আমার হৃদয়ে কেবলই প্রেমের সুর তুলে।


২৩শে আগষ্ট ২০১৭।