বাংলাদেশ🖤
=======
হে মাটির মানুষ শেখ মুজিব
তুমি রয়েছো কোটি বাঙ্গালীর হৃদয়ে
গণ সূর্যের মঞ্চে তুমি শোনালে
সেই সংগ্রামী অমর বাণী
"এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম "।


তোমার উদিত তর্জনী আঙ্গুলের ইশারায়
মানুষের আদ্যন্ত হাহাকার মনে জাগিয়েছিল
সংগ্রামী বুকফাটা উত্তেজনা,
জনসমুদ্রে তোমার বজ্র কন্ঠের বাণীতে
পুরো দেশবাসী, পুরো পৃথিবী শুনেছিল
এই বাঙ্গালী জাতির মানুষকে
দাবিয়ে রাখা যাবে না।


রক্তগঙ্গা হয়েছিল এই দেশ
তোমার প্রিয় বাংলাদেশ,
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে
অর্জিত এই স্বাধীন বাংলাদেশ।


আজ শোকের দিন, কান্নার দিন
আজ কোটি মানুষের অশ্রুজলে
জানায় তোমায় শ্রদ্ধাঞ্জলী
তোমার মতো পিতার আত্মত্যাগের মহিমায়
এই বিশ্ব ব্রহ্মান্ডে পরিচিতি পেলো বাংলাদেশ
মোরা সর্বাঙ্গে মাখি
তোমার দিয়ে যাওয়া, অমূল্য পদধূলি।


বঙ্গীয় বদ্বীপ হতে শুনা যায়
ব-ব-ব
বঙ্গমাতা - বাংলাদেশ - বঙ্গবন্ধু,
দেবদূতের সমাগমে ঘিরে রেখেছিল
তোমার রক্তমাখা দেহ
হে বঙ্গের পিতা, হে আদর্শ
তুমি যে স্বাধীন দেশের মহাসিন্ধু।


সদ্য ফোটা শাপলা ফুলের মতো বাংলাদেশে
যুগে যুগে তোমার কীর্তি রবে  বিরাজমান,
হে স্বাধীনচেতা, হে স্মরণীয় মহানায়ক
তোমাকে নামাঙ্কিত করেছে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


ভারত❤️
=====
পৃথিবী আজ বদলে যাচ্ছে
বদলে তো যাবেই,
ভারতের স্বাধীনতাও বদলে দিলো ভারতবাসীকে
কে জানতো? সেদিন ভারতের জন্য
নতুন সূর্য উঠবেই।


ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়
অনেকেই আত্মাহুতি দিয়েছিলেন,
মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবন,সত্যাগ্রহ ও ডান্ডি অভিযান,
সুভাসচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা,
দেখেছিল গোটা পৃথিবী।
দেখেছিল অসংখ্য নবীন
ভাইদের আত্মবলিদান।


সংগ্রামী জনতার একটাই অভিযান
ছিনিয়ে নেওয়া ব্রিটিশদের থেকে
ভারতের জন্মাধিকার,
চির স্মরণীয় হয়ে থাকবে ভারতবাসীর কাছে
সেসব আত্মত্যাগীর স্বর্ণাক্ষরে লেখা নাম
থাকবে মনে তাদের বুকফাটা হাহাকার।


ব্রিটিশদের হারিয়ে, শত আত্ম চিৎকার
বুকফাটা কান্না কে মাড়িয়ে,
এসেছে ভারতবাসীর স্বাধীনতা
শিকল বাধা পরাধীনতা পেরিয়ে।


ব্যর্থ যেতে দেয় নি শহীদের রক্তজল
উঠিয়েছিল আওয়াজ ঘরে ঘরে
যতোটা ছিল পরাধীনতার গ্লানি,
ভুল করে ভুলে যেও না হে ভারত বাসী
হাজার বিপ্লবীদের বলিদানের ব্যাথা
শত মা বোনের চোখের পানি।


সবিশেষ ফুলেল শ্রদ্ধা জানায় চির স্মরণীয়
সেসব বীরদের চরণতলে,
ভারতের স্বাধীনতা সংগ্রামী যোদ্ধাদের মতো
জন্ম হোক ভারতবাসীর
প্রতিটি মায়ের কোলে।


০৯ই আগস্ট ২০২১।


{🖤===> জাতীয় শোক দিবসের ফুলেল শ্রদ্ধাঞ্জলী }
{❤️===> স্বাধীনতা দিবসের একরাশ শুভেচ্ছা }