গোলাকার পৃথিবীতে আচমকা দেখা হয়
অনেকের সাথে, অনেক চেহারা দেখি,
দেখতে দেখতে করো না কারো চেহারায়
নিজেকেই দেখা শুরু করি।
আর সে চেহারা টা তুমি হতে যাবে,
ভাবিও নি কোনদিন.!!
কখন যে ভালো লেগে যায়,
বলা যায় না,কি আর করবো,
এসবকিছু তো আর অতো বলেকয়ে আসে না,
অতো নিয়মের আইন কানুন মেনে হয় না,
কভু হয়ে যায়, না হয়ে থাকতে চায় না।
আশ্চর্য কথা হলো যে,
ছিলো না কোন দূরের পথ পাড়ি দেওয়া,
নাই-বা ছিলো কোন রোমাঞ্চকর কথা ও মুহূর্ত।
তবুও ভালো তো বেসেছিলাম একাকী,
কিন্তু, তোমায় ভালোবেসেছি কথাটা,
মুখোমুখি কখনো বলতে পারি নি,পারি না।


আমার মতো চাপা স্বভাব
সুদর্শন খরগোশের একটাই সমস্যা,
না বলা কথা গুলো বলতে না পারা।
বলতে চেয়েও না বলে চাপিয়ে রাখা।
কিসের অভাব ছিলো জানি না,
সময়, সুযোগ, যোগ্যতা, প্রত্যাখানের ভয়,
পরিস্থিতি না অপেক্ষা, কোনটা.?
প্রশ্নের তীর ছুঁড়ে যে আর কোন লাভ নেই,
তা আমার বোধগম্য হলো,
তোমার সিঁথির লাল সিঁদুরের
মেঘের আকাশটা দেখে।
দেখে আমি অবাক, হলাম তো হতবাক!!!


হাস্যকর, এই এক হাস্যকর পুঁথি কথার মতোই,
হয়নি তো কোন প্রেমালাপ চোখাচোখিতে,
হয়নি কোনদিন পাশাপাশি বসে কথোপকথন,
তবে কেন এতো ভালো-লাগা সৃজন হলো
ঐ চেহারায়.? না বলতে বলতে,
কত আবেগ অনুভূতি জমা হলো,
অলিখিত উপন্যাসের শেষ পৃষ্ঠার চিত্ররূপে।
আমার এক তরফা ভালোলাগার ভালোবাসা টা,
নিতান্তপক্ষে কোন কাজে আসলো না,
প্রকাশ পেলো না অব্যক্ত কাব্য কথা।
তোমারও যে ভালোলাগা ছিল,
তাও তুমি বলতে চাও নি,
কেন, তোমার অবকাশ কই?
সবসময় তোমরা অঞ্জনের দোষ দিও না-তো,
বেলার অপেক্ষা করার ক্ষমতা খুবই কঠিন ছিল না।
পারতে, তুমিও অপেক্ষা করতে পারতে,
সময়ের অপেক্ষাটা যদি তুমি চাইতে।
চাওয়া-পাওয়ার ফলাফল টা শূন্য,
অন্তর অন্তর শূন্য, কেবলই শূন্য।


আচ্ছা, তোমার কি চোখে পড়লো না,
এই হৃদয়ের ভীষণ আকুলতা,
বলতে না পারার ব্যাকুলতা,
কতবার চোখাচোখি হলো,কথা হলো মুখোমুখি,
হয়তোবা তুমি খুব ভালো Eyes Reader,
কিন্তু, চোখের দেখা আর দেখার চোখের মধ্যে
তফাৎ টা বুঝতে পারো নি,
না বোঝাতে পারলাম না.?
ও আমি তো জানতাম না, তুমি তো এরমধ্যে
নতুন অতিথির জন্য ভীষণ মুগ্ধকর,
ব্যস্ত সময় অতিবাহিত করে চলেছো,
বোধহয় ওসব স্মৃতির আড়ালে,
এক অযাচিত অনুগ্রহের খালি হাতের
প্রার্থনা তোমার পদতলে পৌঁছায় নি।
কি-করে পৌঁছাবে, পূজার তালা নিয়ে হয়তো,
বসেছিলো কোন এক নতুন দেবতা।
আমিও অদ্ভুত তোমার সুদৃশ্য কল্পনা করে থাকি।


আমি এবং তুমি দু'জনে জানি,
বিশ্ব সুন্দরী নও তুমি,তবু কিছু একটা তো আছেই,
যার কারণে আমার মন তোমার ঘাটে বসতে চায়,
চোখের সাগরে ডুব দিতে চায়।
ক্ষণে ক্ষণে শুধু অগোছালো কথায়,
কন্ঠে সুরে সুরে তোমায় শুনতে চায়।
খুব লোভ, আমি প্রচন্ড লোভী মানুষ,
তোমার হৃদ বৃত্তকে কেন্দ্র করে,
আজীবন থেকে যেতে চেয়েছিলাম,
আমার নিশ্চুপ চাওয়াতেই,
তুমি অন্যের চাওয়াটুকু পূরণ করলে।


সেই যাইহোক,
আজ তুমি একেবারে একদম সমানে সমান,
অভাববোধ তোমার একটুও রইলো না।
চেয়েছো যেমন পেয়েছো তেমন,
মাঝেসাঝে খুব মূল্যহীন রাগ হয়,
নিশ্চুপ রাগ করি তোমার উপর,
নিরর রাগী'র অভিমানটুকু নিরবে যায় রয়ে,
অনুশোচনায় থাকতে হয় সময়ে অসময়ে,
চিরকাল ভালো থেকো তুমিও,শুধু ওর হয়ে।
*******-------💞------*******
২৯শে মে ২০২২ইং।
উৎসর্গ-@ "কবিতার নামকরণ করেছেন আমার এক পরিচিতা"💗