আজ কোন নিশ্চুপ অনুভূতির
গভীরে আর যেতে চাই না,
যেখানে নিঃশব্দে কান্নায়
কান্নাচাপা স্বরচিত হতে থাকে একান্ত সব কিছু।


তুমি যখন গভীর জ্যোৎস্না রাতে
কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ো,
তখন আমি তোমার নির্গত হওয়া
নিঃশ্বাসের শব্দে ভালোবাসি কথা টা শুনতে চাই।
তুমি চেয়েছো বটে,
কিন্তু তোমায় আমি রাধার মতোন কলঙ্কিত করতে পারলাম না।


আচ্ছা তুমি এখনো কোথাও বের হলে,
রিকশা ঠিক করতে পারো.??
তোমারা মেয়েরা না,
পৃথিবীর সবকিছু করতে পারো,
চাইলে গোটা পৃথিবী ধ্বংস করে দিতে পারো,
শুধু রাস্তায় দাঁড়িয়ে ঠিকঠাক ভাবে
রিকশাটা ঠিক করতে পারো না।


জানো, তোমার জন্য বরাদ্দকৃত
রিকশার বাঁ'পাশের সিট
এখনো একলা খুব অনুভব করি।
কি ছিলো আমাদের মধ্যে,
প্রেম না ভালোবাসা??
হাজার হাজার দৃষ্টান্তমূলক প্রেমের
উদাহরণ দৃশ্যমান পৃথিবীতে,
লায়লি-মজনু, শিরিন-ফরহাত আরো অনেকেই,
শেষমেশ কি হলো, কেউ কাউকে পেলো না।
পেয়ে গেলে হয়তো প্রেমের রুপ মলিন হয়ে যেতো।
তখন প্রেমের আখ্যা বা ব্যাখা
কোনটাই পাওয়া যেতো না।


আসলে প্রেম হলো এক না পাওয়ার ভীষণ সুখ,
অসহ্য সুখ, অসহনশীল সুখ, অতুলনীয় সুখ,
আর অতিরিক্ত সুখ কপালে সয় না।
বোধহয় কোন কিছু না পাওয়ার নাম-ই হলো প্রেম।


গানে কন্ঠে সুরে তালে লয়ে
অনেকে অনেক ভাবেই বলে গিয়েছিল,
" লোকে বলে প্রেম, আমি জ্বালা "
" সখি ভালোবাসা কারে কয়,
সেকি কেবলই যাতনাময় "-----------
যন্ত্রণা থেকে বেঁচে থাকার তাগিদে প্রেম কে যদি বাঁচিয়ে রাখতে হয়,
একসময় প্রেম ব্যাপারটা কে সাগরের তরঙ্গে না নিয়ে,
বরং শীতল নদীর ঢেউ তে সমানতালে রুপান্তরিত করা প্রয়োজন।


স্বাভাবিক ভাবে সাধারণত প্রেম কতদিন বা ক'বছর বাঁচে,
আমরা কি জানি.?
জানলে হয়তো প্রেমিক যুগল প্রেমে পড়তো না।
তবে যতদূর শুনেছি যতদূর পড়েছি,
পৃথিবীতে গভীর থেকে গভীরতম
প্রেমের আয়ুষ্কাল সামান্য চার বছর,
এরপরে কিছু কিছু ক্ষয় হতে শুরু করে।


প্রেমের মতো যন্ত্রণাদায়ক সুখ অসম্ভব সুন্দর
দর্শনীয় দৃশ্য দ্বিতীয় টি আর নেই।
প্রেম-ভালোবাসা সতেজ নির্মল সবুজের মতোই,
তোমার সাথে সম্পর্ক নামের কোন সম্পর্ক
রাখা হলো না।


বছরের পর বছর চলে যাবে,
শুধু তুমি থেকে যাবে কোন এক হৃদয়ে,
তোমায় প্রেমের অসুখে সুখী করতে
পারলাম না,ভালোবেসে ভালো থেকো।
------------------♥-----------------
০৪ঠা মে ২০২২ ইং.