ধুলো মাখা রোদ্দুর

ফেলে আসা খুঁজে পাওয়া ভুল করে ছবিটা
মনে পড়ে লিখে রাখা মেঘেদের কবিতা
ঝাউবন ছায়াপথ ধুলো মাখা রোদ্দুর
ছুঁয়ে দেখা পড়ে পাওয়া ডাকনামে বহুদূর

রয়ে যাওয়া অবকাশ সময়ের সাঁকোতে
সবটুকু শুধু চায় ভুলে যেতে আদতে
ঘরময় অভিনয় হাসিমুখ আয়নায়
ফ্রেমেবাঁধা জুড়ে থাকা ঢাকা থাক পর্দায়

রোদ দেখে ভেবো না তো মেঘ নেই
হাসির ও ভেতরে আছে সেই
কান্নার শব্দের ফেলে দেওয়া শ্বাস
ছুঁয়ে যায় মনে মনে রেখে দেয় আশ।