এক হাতে মরুদ্যান আরেক হাতে মরীচিকা --
এইভাবে কেটে যায় জীবন -- এক কুড়ি দুই কুড়ি তিন কুড়ি
ভ্যান গঘ থেকে প্রকাশ কর্মকার
শচীন গুপ্ত থেকে অনুপম --
যে সময়টা হাতে নিয়ে আমি পিং পং খেলছি --
লেখা হয়নি সে কাহিনি কোনো মহাকাব্যে।


এক হাতে প্রাচীন বিষণ্ণতা,অন্য হাতে দুধেল সময়
এইভাবে কেটে যায় জীবন -- এক কুড়ি দুই কুড়ি তিন কুড়ি
ক্রমাগত অগ্নিপ্রপাতে জ্যাক দেরিদার কণ্ঠ ভেসে আসে
আজও কি খনাদের আলজিভ কেটে নেয় জল্লাদেরা !
জানি,সে কাহিনিও লেখা হবে না কোনো মহাকাব্যে।


এক হাতে শীতার্ত শালিক,অন্য হাতে রৌদ্র-প্রার্থনা--
এইভাবে কেটে যায় জীবন -- এক কুড়ি দুই কুড়ি তিন কুড়ি
তারপর কোনোদিন যদি ধানক্ষেতে পড়ে থাকে মূল্যবোধের লাশ --
এতটুকু অবাক হব না আমি,
এতটুকু আফশোস হবে না কোনোদিন। এইভাবে---