আজ আমার চোখ ভেজা
আমি কবি, তবে আর না।
আর না কারণ আমি পুরুষ
আর নয় চোখ ফোলা কান্না।


আমি পুরুষ, সয়ে যাই সব
সয়ে নিই দুঃখ, করিনা কলরব।
চুপ-চাপ থাকি, প্রতি মুহূর্তে
তবে  কেন আজ, পারিনা সইতে?


পারিনা কেন, কী হলো আমার?
কী ঘটেছে আজ?
তার কি কোন বিপদ হলো,
হলো সর্বনাশ?


না, তা হয় না কভু
এসব কেন বলি!
কু-কথাতে দিই না কান
নিজের মতো চলি।


প্রাণে মনে ভীষণ সাহস
ভয় করি না কভু,
ভালবাসার শক্তি দিও,
ধৈর্য দিও প্রভু।


সত্যি, তোমায় কাছের ভাবি
তবুও তুমি দূরে,
তাই আমি আজ কাঁদছি ভীষণ
কাঁদছি করুণ সুরে।