গিন্নি গেল বাবার বাড়ি
সঙ্গে নিয়ে মেয়ে ।
এখন সে বেজায় খুশি ,
উঠছে গান গেয়ে ।
হয়তো আমায় পড়েনা মনে,
ফোন করে না আর ।
দিব্যি সুখে মাংস পোলাও
খাচ্ছে নানা খাবার,
এখন আমায় বাড়িতে বসে
রান্না করতে হবে ।
জানিনা মায়ের আদর ছেড়ে
ফিরবে উনি কবে ।
গিন্নি আমার খুবই ভালো,
কিছুই না সে চায় ।
একটি দোষ প্রায়ই সে
বাবার বাড়ি যায় ।
করলে মানা রাগ দেখাবে,
খাওয়া ছেড়ে দেবে ।
এই রোগের ওষুধ এবার আমায় খুঁজতে হবে ।
ফিরলে এবার বলবো আমি
আবার করছি বিয়ে ।
শুনলে জানি দুঃখ পাবে,
কাঁদবে ছাদে গিয়ে ।
সঠিক ওষুধ পেয়ে গেছি,
ভয় দেখাবো ভারী ।
তাহলে গিন্নি কথায় কথায়
যাবে না বাবার বাড়ি ।