বেকার, বেকার, বেকার !
খেলবে কি বিশ্বকাপ সকার?
স্টেশন থেকে গলির মুখে
হটাচ্ছে লক্ষ-লক্ষ হকার।
কে বলবে তাদের জন্য?
এক্সট্রা কমিশন পাই নাকি বকার;
শিক্ষা মন্ত্রী বসে আছে
সব অভিনেতার দল,
একটু সুযোগ পেলেই
তারা করে কোলাহল।
নেই চাকরি ; নেই কর্ম,
এর করতে হবে বিহিত
চলো, সবাই ধর্নায় বসি
আমাদের লিডারের সহিত।
কেন?-ধর্মতলায় বসে আছে
যে রাজ্যে যুবযুবনী,
তাদেরকেই বলতে হবে
অহিংসা নয়, মেনে চলো বীর সুভাসের বাণী....