মা তুমি...
--------------
অনির্বাণ দত্ত
=========


লুকোতে হয়না আমাকে এখন আর
হাঁপিয়ে ওঠা সেই হৃৎপিন্ড ,
কিম্বা পেইন-কিলারের ছেঁড়া পাতা ।
অজস্র টায়ার আর ট্রাফিকের গন্ধ ঠেলে
আসবেনা জানি দূরাভাষে আর কোনদিনও
ছায়া সুনিবিড় সেই নিত্য জিজ্ঞাসা
“বাড়ী ফিরেছিস বাবা ?”
এখন তো ফুরালো প্রয়োজন
হাসির পেছনে  আমার
সব আনাড়ী আত্মগোপন ।


কোনো আর্দ্র ফোনের অন্যপ্রান্তে
কিম্বা দোতলার গ্রীল ধ’রে তুমি আর কোনোভাবে নেই ।
পুজো প্যান্ডেলে ধুনুচির ধোঁয়া
অথবা ঢাকের বাজনা পেরিয়ে তুমি আর কক্ষণো নেই ।
নিজের বুক নিংড়ে প্রাণপণ
ধোঁয়া ওঠা ভাত বেড়ে কোনোদিন
তুমি আর থাকছোনা জানি ।
ঘুমহীন ক্ষয়াটে রাত চেপে
সকালের ফুল-বেলপাতা-ধুপে
তুমি আর একটুও নেই ।


তুমি নেই ...
তুমি নেই তাই
তুমি আছো এক অনন্ত স্পন্দন জুরে ।
তুমি আছো আমার
প্রত্যেক আলোক দর্শনে ।
জীবন্ত যত নক্ষত্রের
শিহরিত সঞ্চারপথে ।
তুমি আছো স্বপ্নের ভেতর কোনো
সামুদ্রিক ঘ্রাণে ।
রঙীন যত ধাতব কুয়াশা সরিয়ে
হৃদয়ের নিয়ত উত্থানে ।


এই ইঁটের জঙ্গল , সব্জীর দরকষাকষি
কিম্বা এই চক্রবৎ
হাসি-হুল্লোড় , কান্না-কোলাহলে
তুমি আর একটুও নেই ।
তুমি আছো স্তব্ধ অবিচল
অনাদি আনন্দের নীরব উল্লাসে ।
তুমি আছো শুধু এক অনন্ত প্রেমে ।