সীমান্ত বেঁধেছো কাঁটাতার দিয়ে
সন্ত্রাস তবু মাথাচাড়া দেয়
রক্ত ঝড়িয়ে আস্ফালন করে,
মারা যায় মাতৃভূমির বীরসন্তান !
এঁরাও শত্রু আর ওঁরাও শত্রু
দেশভাগ তবে কিসের জন্য?
এতোই ঠুনকো মানবতাবাদ ,যে
ধর্ম-কর্ম, জাত-পাত নিয়ে চলে সন্ত্রাস;
কিসের সীমান্ত বেঁধেছি আমরা
খুনো-খুনি আর লাঠালাঠি যদি অবিরাম!
এক হয়ে যাক আগেকার মতো
মুছে যাক কাঁটাতার ব্যবধান,
এক হয়ে যাক মানবতাবোধ,আর
মুছে যাক রক্তক্ষয়ী এই জাত-পাত ভেদাভেদ
কাঁটাতারে গড়া সীমান্ত আজ পুষ্পের হোক,
আর কান্নার নয়, শান্তির হোক কলকোলাহল ।।