আগুন হয়ে ঝড়ো কবিতা পাতায়
এক-একটা লাইন হোক স্ফুলিঙ্গ
বারুদের মতো ঝলসে ওঠো
আমার প্রতি শব্দে পেনের ডগায়
আমার ভালোবাসা প্রকাশ পাক-
সমস্ত দমবন্ধ কষ্ট ফেটে পড়ুক
কবিতা খাতার পাতায় পাতায় ,
কাল কেউটের মতো ফনা তুলে
প্রতিবাদে মুখরিত হোক মিথ্যা প্রতিশ্রুতির ;
ছোট্ট দেশলাই হয়ে জ্বলে উঠে -
ছারখার করে দিক সমস্ত অহংকার ।
এক একটা(বাক)বুলেট ঝাঝড়া করে তোলে
রনক্ষেত্রে সৈন্যদের মতো আমার হৃদয়
হঠাৎ ল্যান্ডমাইনের মতো বিস্ফোরিত
হতে থাকুক প্রতিটা শব্দ প্রতিটা ধ্বনি
মানববোমার মতোই ফেটে পড়ুক
বাঁধ মানতে না চাওয়া চোখের জল ;
তবুও মুখ বুজে ভালোবাসতে থাকুক
আমার এই একাকী নিঃস্ব হৃদয় ।।