মহালয়া ভোরে বীরেন্দ্রকৃষ্ণ কন্ঠ
বাঙালিদের বিছানায় খাওয়া চা
ধূপধুনো জ্বেলে ঘরে ঘরে মা
রংমশলায় চারিদিক আলোকিত
দূর থেকে শোনা ঢাকিদের তান
শিশির ভেজা ঘাসে শিউলির-
আলাপন, মাঠে কাশেদের দোলা
পদ্মপুকুরে সদ্যপ্রস্ফুটিত কমল
পদ্মপাতায় জলের টলমল
কুমোরটুলি ব্যস্ত-ভরপুর
মোষের পেট চিরে বের মহিষাসুর
সিংহের থাবা অসুরের বুকে
মহিষাসুরমর্দিনী বেশে এসেছে উমা ।