আমি প্রতিদিন রাঙ্গা সূর্যকে
সুপ্রভাত জানাই, রাঙ্গা সূর্যও
ফিরিয়ে দেয় এক সোনালি সকাল ।
রাঙা সূর্যটা আস্তে-আস্তে উজ্জ্বল হয়
ফিরিয়ে দেয় উজ্জ্বলিত একটা দিন ।
আমি যখন কাজ থেকে বাড়ির পথ ধরি, তখন দেখি --
আমারই মতো ক্লান্ত পরিশ্রান্ত-
সূর্য ঢলে পড়ছে পশ্চিমে ।
আস্তে-আস্তে সন্ধ্যা নামে
আমার গ্রাম ঢাকা পড়ে আন্ধকারে, আর
আমারই শহরের ল্যামপোস্টের বাতিগুলো
জ্বালাতে থাকে এক প্রোঢ় ।
হয়তো এর মধ্য দিয়েই সে ,
দেখতে পায় বেঁচে থাকার শেষ আলো ।।