স্বাধীনতা মানে আজকে ছুটির দিন
চলছে ভাষন টিভি পর্দায় , আর
চারিদিকে কত-শত ;
তবুও দেখো আমরা রয়েছি ---
আলাদা নিজের নিজের মতো ।
স্বাধীনতা মানে আজকে ছুটির দিন
ঘনঘন আজ যাচ্ছে শোনা
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর
দেশের জন্য নানান কর্মসূচী ।
চেয়ে দেখো চারিদিকে আজ কত
জাতীয় পতাকা ওড়ে ।
ছোট-ছোট ছেলে-মেয়ে পতাকা হাতে
স্কুল থেকে বাড়ি ফেরে ।


স্বাধীনতা মানে আজকে ছুটির দিন
হঠাৎ করে নড়ে ওঠে মাথার পোকা
আর জেগে ওঠে দেশপ্রেম !
বহুদিন হলো দেশ ছেড়েছে ইংরেজ, বদলেছে গদি
বদলাইও কয়েক বছর অন্তর
কিন্তু বাকি সব সেই একই ।
নীরবতা দিয়ে মাঝে-মাঝে শহীদ স্মরণ চলে ।


স্বাধীনতা আনতে অনেকে দিয়েছেন আত্মবলিদান
যদিও আমরা ভুলতেবসেছি
সেই সব শহীদদের নাম !
পাঠ্যপুস্তকে পড়ি ওঁরা সব নাকি ছিলেন সন্ত্রাসবাদী ?
স্বাধীনতা মানে আজকে ছুটির দিন
লাউড স্পীকারে শুনি
দেশাত্ববোধক ছেড়ে রঙিন গানের কলি ।


স্বাধীনতা মানে সেই গতানুগতিক
আর কিছু মাতামাতি
স্বাধীনতা মানে একটা ছুটির দিন
আর দুটো ছুটি ম্যানেজ ,মাঝে রবিবার
চলো ঘরে তালামেরে কোথাও ঘুরে আসি ।
ভুলে যাই মোরা ঐ ঘরেই
বৃদ্ধ বাবা আর মা রয়ে গেলেন তালাবন্দী !
এর নাম স্বাধীনতা , নাকি ?
পরাধীনতার বারাবারি ।।