ল্যাম্পপোস্টে একলা বসা কাক
কার্নিশে বৃষ্টিভেজা পায়রা জবুথবু ।
আমার মনটা এখন চড়াই
শুধু করছে উড়ুৎফুরুত ।


আমার কান্নাভেজা মন ,আর
ঐ এক পেয়ে তালগাছ
যেখানে বাবুই  বাসা গড়ে ,
সে নাহোক 'তাজমহল' তবুও
সেটা নিজের বাসা বটে ।


আর ঐ আমাদের রান্নাঘরের চাল
যেখানে 'তিনটে শালিক ' এখনও
জগড়া করে ।


রাঙ্গা সূর্য পশ্চিমে চলেছে অস্তাচলে
এখন পড়ন্ত বৈকাল।
রাখাল বালক গরুর দলের সাথে
গ্রামের রাঙ্গা মাটির পথ ধরে ।


দেখো উঠান পানে চেয়ে, কেমন
তুলসীমঞ্চে সন্ধ্যা প্রদীপ জ্বলে।
উঠানে আছে যে ধানের মড়াই
লক্ষীপেচার সেতো এক নিরাপদ আশ্রয় ।।