মানুষ কী বিচিত্র,
এখন মধ্যরাত সকলে ঘুমের গহনে
আমি জেগে আছি জানিনা কার জন্য !
একটা মাতাল সন্ধ্যা থেকে এখনও রাস্তায় ।
দূর থেকে ট্রেনে-বাসে ফেরা যাত্রীদের করছে গালাগাল
আমি বারবার জানলার কাছে গিয়ে রাস্তা দেখছি-
কিন্তু, কার জন্য ? কারওতো আসার কথা নেই ;
ও হ্যাঁ তুমি আসবে বলেছিলে
সেতো বেশ কয়েক বছর আগে ।
তুমি তো এসেছিলে , ও না আসোনি
তাহলে কি তোমার অপেক্ষায় রাস্তা চাওয়া; নাকি--
বার্ধক্যজনিত রোগে রাত্রি জাগা ! জানিনা জানি না ----
তবে ঘুম আসছে না ।।