বর্ষা ফিরেছে শরৎ এসেছে
শিশির ঝড়েছে ঘাসে ।


নব-কলেবর হয়েছে মুখর
নীলাকাশ আর সাদাকাশে ।


ভোরবেলা হতে শিউলি সুবাসে
বেশ শীতের পরশ লাগে ।


নদী চলে ধীরে পাখিরাও নীড়ে
মাঠ ভরা ধানে সবুজ আর শীষে ।


নবানন্দে ঢেউ তুলে মনে প্রানে ।


আগমণী সুরে হাসি আর গানে
চারিদিক হয় আজ মুখরিত ।।