রাতের অন্ধকারে সারারাত একলা কেঁদেছি আমি
সারারাত চেয়ে থেকেছি মৃত পেন্ডুলামের দিকে।


দেখে গেছি কত-মুখ খিড়কি সরিয়ে রাস্তায়
দেখেছি মাতালের রাস্তার সাথে ভালোবাসার লাম্পট্য!


একরাশ নিরাশায় প্রহর গুনেছি তোমার আসার
পাতার উপর শুনেছি তোমার পায়ের নূপুর ধ্বনি।


বাতাসে পেয়েছি তোমার শরীরের ঘ্রাণ
খেলে গেছি ক'ত রঙতুলি খেলা স্বপ্নের ক্যানভাসে।


আমার চোখে রমণীর জলহীন, রঙহীন ক্যানভাস
ক্যানভাস আবার হয়েছে রঙিন সূর্য বলছে হয়েছে প্রভাত।।