আবীর খেলায় মাতবো বলে আমি
দাঁড়িয়ে ছিলাম তোর​ পাড়াতে গিয়ে;
আবীর দিয়ে ধুইয়ে দিবি সব
প্রতিটা দিন ‍ যেটা কান্না দিয়ে হয়!
হাত মুঠোতে রঙ ভরা আজ তোর
আমার চোখেই আঙুলগুলো আজ
অন‍্য গালে শিল্পী হয়ে ‍ যায়,
আমার এখন রঙ খোয়াবার ভয়
তবুও আমি তোমার অপেক্ষায়।।