মতামত বিভাগে (মন্তব্য লেখার স্থানে)কিছু লেখার পর পরিবর্তন করার প্রয়োজন থেকেই যায় বা সংশোধন করারও আবশ্যকতা দেখা দেয়
সেই জন্য পরিবর্তন করার একটা ব্যবস্থা থাকলে কেমন হয়-----
আপনাদের মতামত কি???
মতামত বিভাগে (মন্তব্য লেখার স্থানে)কিছু লেখার পর পরিবর্তন করার প্রয়োজন থেকেই যায় বা সংশোধন করারও আবশ্যকতা দেখা দেয়
সেই জন্য পরিবর্তন করার একটা ব্যবস্থা থাকলে কেমন হয়-----
আপনাদের মতামত কি???
আলোচনাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this alochona.
এখানে এপর্যন্ত ১১টি মন্তব্য এসেছে।
আমার মতে মন্তব্য ঘর রাখার প্রয়োজন নেই ! সেইতো ছকে বাঁধা কবিতা না পড়ে মন্তব্য আর কপি পেস্ট করে মন্তব্যের উত্তর! কবিতার বিষয় নিয়ে মন্তব্যকারীরা বেশি মাথা ঘামান কবিতার বিশ্লেষণ এর চেয়ে! যত বেশি সংখ্যক মন্তব্য করার চেষ্টা করেন যাতে করে তাদের পাতায় বেশি করে মন্তব্য পড়ে ! সত্যি মন্তব্য দেবেন? আপনি অভদ্র হয়ে যাবেন ! অনেকে তো নিজেকে এতো বড় ভাবেন যে মন্তব্যের উত্তর পর্যন্ত্য দেন না! এছাড়া আরো সমস্যা আছে ! কিছু উদাহরণ দিই তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধে হবে !
১) আমার সম্প্রতি এক কবিতা "গণিকার জীবন" এ এক মহিলা কবি মন্তব্য দিলেন 'ভূতের মুখে রামনাম" !
খুব সুন্দর ভাবে জিজ্ঞাসা করলাম উনি কি বোঝাতে চেয়েছেন ! কোনো উত্তর পেলাম না ! এতএব ধরে নিলাম যে উনি তাহলে বোঝাতে চেয়েছেন আমি নিজেই যাই সেখানে আবার তাদের হয়ে লিখছি ? মহিলা কবি হিসেবে এরকম নোংরা মন্তব্য ভাবা যায় ?২) একজন কে বানান ভুল ধরাতে গেলাম বললেন এখনকার যুগে আর বানান ভুল ধরা হয়না !(মহিলা কবি) ৩ ) একজনকে বলতে গেলাম যে আপনি মন্তব্যের উত্তর দেন না কেন ? উত্তরে বললেন আমার ভুল ধরা নাকি একটা স্বভাব !(মহিলা কবি)! আর কয়েকদিন আগের ঘটনা ! বলতে গেলাম কোনো পেশাকে ছোট করে কবিতা লেখা ঠিক নয় ! কবি নিজে এবং তাঁর সমর্থক মন্তব্যকারীরা সবাই মিলে আমাকে আক্রমণ করলেন ! ইত্যাদি ইত্যাদি !
এরকম অনেক উদাহরণ দিতে পারি ! এরপরে ঠিক করেছি আমার কবিতায় আর মন্তব্য চাইনা ! কবিতা ভালো লাগলে নিশ্চয় মতামত দেব ! প্রতি উত্তরে শোধবোধ এর জন্যে মন্তব্য চাইনা ! কারণ আমি কবিতা লিখি নিজের জন্যে এবং পাঠকদের আনন্দ দেবার জন্যে ! মন্তব্যের সংখ্যা বাড়াবার জন্যে নয় !
আমার কথাগুলো যদি যুক্তিযুক্ত মনে হয় তাহলে মন্তব্য ঘরটা তুলে দেয়াই ভালো !
শুভেচ্ছা রইলো !
মন্তব্য সংক্ষিপ্ত আকারের লেখা, তাই পরিবর্তনের ব্যবস্থা রাখা হয়নি। তবে আগে মতামত লিখে তাতে ভুল থাকলে তা মুছে নতুন করে আবার মতামত দিতে পারতেন সদস্যেরা। কিন্তু এতে দেখা গেলো কেউ কেউ বিতর্কিত/আপত্তিকর কিছু লিখে পরে তা মুছে ফেলছেন যেন তার অপকর্মের কোন প্রমাণ না থাকে। এসব কারণে মন্তব্যকারীর মন্তব্য মুছে ফেলার ক্ষমতা বাদ দেয়া হয় পরবর্তীতে। তবে যার লেখায় মন্তব্য করা হল, তিনি প্রয়োজন মনে করলে যেকোনো মন্তব্য মুছে ফেলতে পারেন।
আমাদের নতুন ওয়েবসাইটে এই নিয়মেরও পরিবর্তন হচ্ছে। সেখানে মন্তব্যকারী নিজেও তার মন্তব্য মুছে ফেলতে পারবেন, যদি না অন্য কেউ তার কোন প্রতিউত্তর না দিয়ে থাকেন।
সব মন্তব্য লেখার স্থানে একই সমস্যা
"মতামত বিভাগ" নামে তো কোন বিভাগ নেই।
"আলোচনা বিভাগ" আছে
আর তাতে সম্পাদনা করার সুযোগও আছে।
সহমত।
ভাল প্রস্তাব। প্রয়োজন।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.