উথালি পাথালি ঢেউয়ের তোড়ে
স্বপ্ন গড়ে স্বপ্ন ভাঙেও,
সুখের জন্য বুড়ির বাড়ি
বুড়িই এখন বৃদ্ধাশ্রমে!
আজব এই দুনিয়াদারি
আজ যে রাজা কাল সে ফকির!
কালের ঘরে শুধুই শণি;
মিথ্যে তবে স্বপ্ন বুনা
এই ধরাতে আমরা সব মুখোশধারী
নাটক শেষের শেষাংশে তাই
চরিত্র পায় সাড়ে তিন হাত বিছানা খালি।।