ওঁরা  ফুল ছুঁড়ে যায় কিছু শবদেহে
ওঁরা খেয়ে মরে ,শুধু না খেয়ে জনতার দল
বিলাসিতা লাটবহর ঐ ফুল ছুঁড়ে দিতে
শুধু সুকতলা নয় ক্ষয়ে যায় ক্ষত পরিযায়ীর পথে হেঁটে
ওরা অনাহারে মরে; না খেয়ে মরে কোলের শিশু
বাঁচার চেষ্টায় মেলে না এ্যাম্বুলেন্স ওঁরা বিয়ে করে ওতে চেপে
সাতখুন মাপ ওঁদের সোস্যাল এ খড়ি কাটে রাস্তায়
শিশুর দুধ কিনতে পিঠে বাড়ি পড়ে মারাও যায় সেই রাস্তায়
ডাক্তার গেছে বন্ধু- বাবার শ্রাদ্ধের কাজে খবরে ঢালাও প্রচার
হাসপাতাল ঘুরে জোটেনা বিছানা খবর করছে সাংবাদিক
কারন ঐ জোটেনা বেডটি সহকর্মীর প্রয়োজন ছিল আজ
এমনি ঘুরে ফিরে মেলেনা হাসপাতাল মেলেনা এ্যাম্বুলেন্স
তখন তো হয়না খবর ওহে মহান সাংবাদিক
হাততালি নয় , নয় কাসর ঘন্টা  ফুলও আজ দূরে থাক
পথে ঘাটে নেমে আর ভাসনেও নেই কাজ
রাজনীতি ছেড়ে পথে নেমে এসে শুধু হাতে রেখো হাত
কাজ চলে গেছে আজ ঐ শ্রমিকের খাবারে নেমেছে টান
বাচ্চা শিশুটি বড়ো অসোহায় অন্য রাজ্যে খাটতো পরিজন
কয়েকশো ক্রোশ হাঁটছে দেখা হবে কোন অবেলায়।।