স্বাধীনতা স্বাধীনতা করছিস বুটে
ত স্বাধীনতা টুকু কি বুঝাই দিব্যি ?
তুরা ত বুলবি হামাদের দ্যাশে সাহেব ছিলক
অরাকে তাঁড়াইয়া হামরা স্বাধীন হয়্যেছি
তাই চেঁচাছ্যি, ঝান্ডা তুঁলছি , মাইক বাজাচ্ছি


ত কি হইল ?
সত্য কি দ্যাশটা স্বাধীন হঁয়েছ্যে !
আমরা কি স্বাধীন হঁইছি ?
তুঁই বুঝান তর্ কি হঁয়ছ্যে আর
স্বাধীনতা পাঁইয়া হামার কি হঁয়েছ্যে ;
এঁতো ত ল্যাখাপড়া করলি
একটা কাম জুটাতে লায়লি
এঁটা হামার তুর দুনিয়া লয়রে
এ্যাঁ দুনিয়া, স্বাধীনতা সব ট্যাকার ।


এ ব্যালা না খাইটলে -
বাড়িতে হাঁড়ি চড়হ্যে নাই !
বউ- বিটির ইজ্জত ঢাকতে
কাপড় ক্যানার পয়সা লাই
এক টুকরা কানি ,তাও খুলল্যা
দ্যায় টান দিঁয়্যা মুড়ের মাথায়
তার কুনই বিচ্যার লাই ।


তুর হামার জুমি,ট্যাকা কেঁড়ি নিঁলও
উঁরা ব্যাবসার নামে মুঁনাফা লুটলও
এ্যাঁ কি স্বাধীন হঁয়েছ্যে ?
হাঁসপাতালে ওঁষুধ লাই
খাইট্যা চাষ করা ধ্যান, গঁমের দামটা নাই
আপনাকে তুঁ স্বাধীন বুলবি!
এঁ স্বাধীনতায় হামার কুনো কাম নাই ।।