ঐ অশ্রু  বলে ,
পারি সদাই জলে -
ভরাতে ডোবাতে ধরা l
এই সর্বদা কাজ ,
হবে ব্যস্ত অকাজ -
আসবে হাসবে খরা  ll


শুধু বেদনার ক্ষণ ,
আমি ঝরব তখন  -
মাতনে মাতবে দুখী l
মন না পেলে ,
সাথে চলতে গেলে -
সবাই মুখ যে নেবে ঢাকি ll


সুখকে স্বপনে দেখে ,
ভুলে যদি উঠি ডেকে -
দেখি তাড়ায় হাসিকে ডেকে l
জোর করে প্রেম ,
আসে না রে ক্ষেম -
শুধু  মরা ভাবনাই যাবে এঁকে ll


আমার সখারা ভবে ,
ভালোবেসে ডাকে যবে -
তাদের পরাই হারা বেদনার মালা l
যত সুখের পায়রা ,
কভু দেয় না ধরা -
তবু মনে পাইনা মন্দ জ্বালা ll


এই মন পাখি ,
খোঁজে দীন দুখী -
পায় পোড়া প্রাণের   প্রীতি সোহাগ l
যারা সদা হাসে ,
পাশে না আসে -
ওরা আমার রাগেতে বেরাগ ll


আমি অতি সমব্যথী ,
শত দুখীর গতি -
যত রুক্ষ বক্ষ শীতল করি l
পাষাণ  কঠিন ব্যথা ,
বইতে হয়না বৃথা -
ঝরনার মত বাহুডোরে ভরে ঝরি ll


আমি না থাকলে ,
আমি না ডাকলে -
গরলে অনলে ভরতো হাজার বুক l
দুখ নেই আজ ,
নেই কোনো লাজ -
যদি বলো -"তোর প্রেমতো পরম দুঃখ ll