শান্তির কতোটা গভীরে আমরা করছি বসবাস ,
যদি অশান্তি না আসতো -
কেউ কী পেত এই ভাবনার অবকাশ ?


মন ভেঙ্গে যায় অনেক কারণে ,
হয় হাজার হাজার খণ্ড
কতোটা ভাঙ্গলে তবু বেঁচে থাকা যায়,
কি ভাবে জানবে ?
না হলে মনের মহল লন্ডভন্ড !


প্রেম ছিল তাই , জড়িয়ে ধরে ....
আজ রাখি বিরহের বুকে মাথা
বিরহ যদি দুরহ হতো ,
জানতে মন কি ভাবে পোড়ে ?


আজও বেঁচে আছি , এতো অতি সাধারণ কথা !
মৃত্যু যদি না জড়াতে আসতো  -
কেউ গাইতো না শুনতো ?
জীবনের জয়গাথা !


আমি বিশ্বাস করি তোমায় হয়তো  জীবন দিতে পারব l
অবিশ্বাস যদি অ - আ না শেখাতো
জানা হতোনা কখনো -
সত্যি বাজী জিতব না হারবো  l


আমরা চলছি সবাই চলছে
চলায় কি  আর কারিগরি !
ধাক্কা যদি ঘাড়  ধাক্কা না দিতো ,
মানতে কি ? আছে চলাতেও বাহাদুরী


জীবন যদি ঠিকঠাক হয় ,
বুঝবেনা ঠিকের সঠিক মূল্য  
বেঠিক আনে বোধ - বুদ্ধি বিচার
হয় বোধোদয়, বুঝি কে কার সমতুল্য l


রচনা কাল :- ২০১১ অক্টোবর