এই জীবনে বন্ধন বড়ো বেশি
সব মানুষ-ই সাজানো স্বাধীন , বাঁধনে-ই  কাঁদি হাসি l
তুমি একজন কেউ-কেটা বা সামান্য সাধারণ !
কলুর বলদ ঘোরে যেমন  তুমিও ঘুরবে আজীবন l
মুক্তি ভেবে আমরা সবাই মুক্তির গান গাইছি !
কোথায় মুক্তি ? মায়ার শিকল পাকে-পাকেই ফাঁসছি l
কেউ স্বাধীন লাল-কালোতে   কেউ স্বাধীন চলা ফেরায় !
নীতির  নিয়ম নিত্য বাঁধে নাকে দড়ি বেঁধেই ঘোরায় l
তবু কেউ কেউ একটু দামাল পিঠে  শক্ত পাখনা ,
উড়ো বন্ধন উড়িয়েই বাঁধে , উড়োমন বলে- থাকনা !
সভ্য সমাজ সবাই স্বাধীন তবু স্বাধীন ভাবেই বাধা ,
আমি হাসতে চেয়েছি , তুমি কাঁদছ ,তাই তোমার বাঁধনে কাঁদা l
যারা সংসারি ভরা পরিবার পায়ে পায়ে বাঁধা বেড়ি ,
খেয়াল খুশির  স্বাধীন ভাবনা কবেই গেছে চুরি !
যে ঘর ছাড়া মুক্তির তাড়া , ভাবছো সে কি মুক্ত ?
ভবঘুরে ভাব ,ভাবের দড়ি সত্যি ভীষণ শক্ত !
সুখও বাঁধন দুঃখ  বাঁধন ,যত আশা-প্রত্যাশা বাঁধার কারণ
প্রতি স্বাসেতেই জীবন বাঁধা  কে করবে কাকে বারণ ?
ক্ষমাও বেঁধেছে হিংসা বেঁধেছে শত্রু
মিত্র সেজেছে বেড়ি  ,
পোক্ত পাকে জীবন বাঁধা হবে বাঁধনে -বাঁধনে পাড়ি !
তাই জীবন জড়িয়ে শত বন্ধন ,বাঁধনেই দিন কাটবে l
আমার পরে আমার এ নাম কিছু বন্ধনেতেই থাকবে l