ম্যাও পুসি ম্যাও পুসি ,
আজ বড় খুশি খুশি -
পেয়েছ কি কাতলার মাথা !
খালি কর খাই খাই ,
আর কোনো কাজ নাই -
দেখনি কি নালিশের খাতা ?


সবাই নালিশ করে ,
ধরলে থলিতে ভরে -
তারপর কোথা যাও তুমিই তা জানো !
তক্ষুনি ফিরে আসো ,
পুরাতন হাসি হাসো -
আবার গোলমাল ডেকে ডেকে আনো l


পাঁচিলে পাঁচিলে চলো ,
ম্যাও ম্যাও স্বরে বলো -
সব চাপা সব চাপা খোলা নেই কিছু !  
তাই তুমি মুখে করে ,
মাছ নিয়ে পড় সরে -
গেল গেল বলে সবে তাই নেয় পিছু l


কুকুর দেখলে পরে ,
সোজা ঢুকে পড় ঘরে -
সবাইকে ভয় কর , তুমি বড় বোকা !
বোকা সেজে থাকো বেশ ,
চুরি করে সব শেষ -
প্রতিদিন দাও শুধু ধোঁকা l


শুধুই ক্ষতি করো ,
দোষের ঝুলি ভরো -
আর কোনো কাজনেই তুমি নির্গুণ !
যেন তুমি হেসে বল ,
একি কোনো কথা হলো -
ইঁদুর-ছুঁচোর বংশে কে দেয় আগুন ?


কার গুনে এটা হলো,
এত ইঁদুর কোথা গেল -
চাল কাটা, বই কাটা, হয়নি কি বন্ধ ?
এতো আমি কাজ করি,
দিন রাত পড়ি-মরি
দেখেও দেখনা, তোমরা কি অন্ধ ?