আকুল আমার আঁখির তারা ,
তোমার জন্য তন্দ্রাহারা -
কোথায় তুমি চিন্তামণি, কোথায় ব্রজধাম ?
সেই গোপিনী ফুল-সাজে,
মুরলী মৃদু মধুর বাজে -
কোথা বসন্ত বর্ষ-বিরাজে, শুনে রাধা নাম !


আজ পৃথিবী পাষান পুরী,
জোড়া-তালির নেইতো জুড়ি -
এমন ভাবে মন্দ থাকা, মন করে আক্ষেপ !
আছে সখা সুদামা সুনিদ্রাতে ,
ক্ষীর ননী নয়, মদিরাতে -
কালের বুকে কালি মেখে, শুধুই কালক্ষেপ l


প্রেমের প্রতীক পাষান কেন ?
কংস কে কি আজকে চেন ?
চক্র তোমার বক্র হাসে অলসতার ত্রাসে !
এইতো কলি-কালের ভারত,
আবার চাই সে মহাভারত
ওগো- দুর্জনদের সর্ব দর্প, খর্ব কর এসে l