রক্ত ধারায় ভিজলে মাটি
            হয়না তো উর্বর !
শান্তির সাদা পতাকা পোড়ায়
          যত বেইমান বর্বর  !


লাল মাটিতে জন্ম নিলেও
         সাদা ফুল থাকে সাদা !
মনের মাটি ভিজে গেলে
         গ্রীষ্মেও থাকে কাদা l


আজকে লড়াই চালিয়ে যাচ্ছ
         ক'দিন চালাতে পারবে ?
প্রাণের প্রমায় প্রেমের ক্ষমায়
         জানোনা হিংসা হারবে ?


আসমানি আশা বনানীর ভাষা
        বহ্নি-বারুদে ঢাকছেl  !
এল-গেল কত সময়ের ক্ষত
           তুমিও দু'পল থাকছো l


কত- নগর গড়েছে নগর ভেঙেছে
           আজ ধংশ স্তূপের মেলা !
সুখের আলাপ দুঃখের বিলাপ
           করে চিরকাল খেলা !


কত অঙ্গীকার আর অস্বীকার,
           সীমানা না মানা বাধা!
কংস জিতেছে কৃষ্ণ হেরেছে            
          কেঁদেছে হাজার রাধা


                                                                                      
প্রখর প্রভাব স্বৈরী স্বভাব
     দিয়েছে- নিজের নিয়মে ফাঁকি !
সমাধীর মাটি সরে গিয়ে
        পরে পাঁজর দেয় উঁকি  !!!--