আজ আকাশ বাতাস কালো
খবরে বলল, নিম্নচাপ !
হোক খিচুরী, কি বলছ -
ছাত ফুটো! তাই ঊর্ধেচাপ ?


মেঘলা ভোরের দোর থেকে,
     তোকে- সোনালী সকাল দেখাবো !
আর রাতের চাঁদকে ভেঙ্গে -
      চল, তোর চন্দ্রহার গড়াবো l


এমন কঠিন কথা বলা সোজা !
মন-রাখা হলো মনের বোঝা l


নকল মালা বাজার থেকে
           বহুবার তোকে দিয়েছি !
সময় এলেই সোনা দেবো-
           মনে মনে ব্রত নিয়েছি l
হাসির আলোতে জগৎ ভরে
           বার বার বউ বলেছি !
সত্যি বলব- আলো না ছাই
          আগুন জ্বলে, তাই জ্বলেছি !
এই মন-ই  জানে তোকে পেয়ে
           আমি কি ধনী-ধন্য !
সামনে বলি জীবন তুই -
           বেঁচে আছি কার জন্য ?
তুই প্রেয়সী পাল্টে গেলি  
           সংসারী সং সেজে !
ঘর গুছিয়ে মন হারালি
       মন ভাজ মাছ ভেজে !


তাই- চল আজ পৃথিবী মাড়িয়ে
ঘুরে আসি ওই প্লুটো কে ছাড়িয়ে !
ফেরার পথে মঙ্গলে বসে- হাসব !
চন্দ্রমুখী ! চল চাঁদে গিয়ে ভালোবাসব l


ওরে- জানি ফিরতেই হবে
       আছে কতো কাজের তাড়া !
প্রেমে ভরবে কি ! পেট-পকেট
       ওদিকে- বাকি পড়ে ঘরভাড়া !