আছে কবি হবার বাসনা সবার
আমারও আছে ভাই !
তাই, কাজের শেষে পার্কে বসে
কত কিছু ভেবে যাই l


গদ্য কবিতা বড় কঠিন যা-তা
ছন্দে লিখব ছড়া !
পাখি গুলো ওড়ে, উড়ো পাতা ঝরে-
কাব্য আসছে দাঁড়া l


রাখবো খাতায় ধরে, কল্পনা ভরে-
বলছি বাতাস শোন !
কালো মেঘকে আনে, শোনেনি কানে-
আমার ভেজাযে বারণ l


আহা থাকলে ছাতা, বাঁচতো মাথা-
সকালে তো রোদ ছিল !
বড় ভুলোমন, কি হারাই কখন
সঙ্গে কি ব্যাগ ছিল ?


বসে শীতল পাটিতে, সেদিন ছুটিতে -
লিখব লিখব করছি !
আমার ঘরণী এসে, বলল- বসে
তেল কই, খুঁজে মরছি ?


কত ভাব এসেছিল, ছন্দ ছিল-
সব চলে গেল বাজারে !
দি মনে-মনে গালি, সামনে বলি-
ভুলে গেছি ভাই আহা-রে !


এইতো সেদিন, ছিল আমার সুদিন-
গিন্নি বাপের বাড়িতে !
আমি পেন-খাতা খুন্তি ও হাতা
ভাতে-ভাত ফোটে হাঁড়িতে l


দোষ নেই কারো, সংসারী গেরো-
করি অল্প-সল্প রোজগার !
আছে প্রেম-অনটন, সুখেরও স্বপন-
হই মিলে-মিশে  জেরবার l


সব দিন ভাই সমান কি পাই
আছে রোদ-মেঘ ঝর-বৃষ্টি  !
জানি সময় আসবে, শ্রীমতি বলবে-
লিখেছ তো ভারী মিষ্টি l