এই বিশ্বে এই মানুষ জীবন
        কেমন গোলকধাঁধা ভাবোতো !
আমার জীবন তার ভালো-মন্দ
        সবটা, আমার হাতে নেইতো !


চলতে চেয়েছি নিজের মতো
           নিজের নিয়মে পথে !
আজকের যোগ কাল দুর্যোগ
          কিছুই থাকেনা সাথে l


তুমি বা আমি, আমরা সবাই -
               এমন ভাবেই চলি !
একটু নিজের বেশীটা পরের
              এভাবেই কথা বলি l


সবাই মিলেই সমাজ গড়েছে
         হয়েছে সামাজিকতার শৃঙ্খল !
তবু নিজের জীবন নিজের কাছেই
        লাগে, বিদঘুটে আর বিশৃঙ্খল l


আমার মমতা আমি-ই বিলোবো
            করে পাওনা দারেরা দন্ধ !
অনেক পেয়েও কেউ পাওনা ভোলে
      আমি হই, একচোখো আর অন্ধ l



রচনা কাল :- ২০০৯ জানুয়ারী