বলার ছিল কিছু বলার কথা
সহজে গেলনা বলা !
পথের ধরে ছড়িয়ে আছে
তোমার সেই পথেতেই চলা l


শুধু- ভালো কথাই  মিষ্টি লাগে
আবার স্পষ্ট বললে তেঁতো !
কথার সাথে কথা জুড়ে
অন্তরে- যন্ত্রনা বাড়ে কতো l


নিজের মতোই সাজিয়ে নিও
দেখো, গুরুপাক না হয় !
ফুলের রক্তে কাঁটাও ফোটে
তাই, নিজের জয়েই জয়  l


আছে, আকাশ ভরা তারার মেলা-
আবার অন্ধকারও আছে !
জীবন জড়িয়ে যত জিজ্ঞাসা
গভীরে মনের কাছে l


হালকা হাওয়ায় পলক নাচাও
মন উড়ে যায় সুদুরে !
প্রণয় যখন পরিনতি খোঁজে
সংঘাত বাঁশি নুপুরে !


পরিনয় আর প্রেমের জগতে
চিরকাল ছিল দ্বন্ধ !
মন থাকলে কি আর হবে
যখন মনের চোখই বন্ধ l


আসলে, তুমিও অন্ধ আমিও অন্ধ
সবাই বাইরের চোখে চলি !
ভালোবাসি বলে, শুধু ভালো চাই-
তাই আমার 'তোমাকে' বলি l



রচনা কাল :- ২০১০ মার্চ