আমি আসলে কেউ যদি কাঁদে কাঁদুক !
সেই কান্না হোক অনুতাপে ভরা চোখের জল,
মনের ময়লা ধুয়ে, ভালো হোক যতো খল !
তাই- আমি আসলে কেউ যদি কাঁদে কাঁদুক l


আমি আসলে যদি হিংসা হয় তো হোক !
সেই সব হিংসা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে
দিক অন্যায় কে লাথি মেরে তাড়িয়ে !
তাই- আমি আসলে প্রকৃত হিংসা হয়তো হোক l


আমি আসলে যদি রক্ত ঝরে তো ঝরুক !
অসহায়রা হাজার চাবুক মারুক ,
রক্ত চোষা বাদুর গুলো রক্ত ঝরে মরুক !
তাই- আমি আসলে পাপীদের রক্ত ঝরে তো ঝরুক l


আমি আসলে যদি ভালবাসা যায়- যাকনা !
যতো অন্ধ মোহকে ভালোবেসে মরে বিশ্ব ,
সেই মরীচিকা গিয়ে মনে হোক ভ্রম নিঃস্ব !
তাই আমি আসলে পোড়া ভালবাসা যায় যাকনা l


আমি আসলে কেউ মাতাল হলে হয়ে যাক !
যারা জীবনের রং হারিয়ে, হয়ে আছে নির্জীব !
সব মাদকাতর জীবন সুরায় হোক রঙীন, হোক সজীব l
তাই- আমি আসলে কেউ মাতাল হলে হয়ে যাক l


আমি আসলে কেউ যদি ভাঙ্গে- ভাঙ্গুক ভাই !
যতো দুর্জনদের দম্ভ ক্ষমতা ভেঙ্গে যাক !
অত্যাচারীর মেরুদন্ড খন্ড খন্ড হয়ে যাক l
তাই- আমি আসলে অপশক্তি ভাঙ্গলে ভেঙ্গে যাক l


আমি আসলে কেউ যদি হয় ঋণী, তবে হয়ে যাক !
সব বিবর্ণ বুক ধার করে প্রেম পাক !
ধারের সুধ প্রেম বিলিয়েই ভরে যাক !
তাই আমি আসলে কেউ ঋণী হলে হয়ে যাক l


আমি আসলে কেউ যদি মরে, মরে যাক !
যারা নিরীহকে মারে মরণ তাদের ধরুক !
পৃথিবীর বোঝা শয়তান গুলো- এক, এক করে মরুক !
তাই আমি আসলে মন্দ মরে তো মরে যাক l


আমি নেতা.. মন্ত্রী.. গুরু... নয়-নয় অন্ধ মন্দ অসুস্থ আবেগ !
আমি সবার মননে ঘুমিয়ে থাকা চির চেতনার সুদ্ধ বিবেক l




রচনা কাল :-  ২০১৫ সেপ্টেম্বর