চির তরুণ, তবু হৃদয়ে করুন -
ওই তাজমহলের নাজ !
ময়ুখ মালা, যেন মনেতে জ্বালা-
বিষাদে বজায় বাজ l


প্রেমের মহান মুগ্ধ মহল -
যমুনার তীরে জাগে !
প্রতি পুনমের কাতর রাতে-
সত্যি! স্বপ্ন সৌধ্য লাগে l


মুমতাজের স্মৃতি মোহিনী গীতি
তাজের রাজেই লুকোনো !
সাজাহানি শান কলিজার জান
অমর স্থাপত্যে সাজানো l


হাজার প্রেমে হারা বা ক্ষেমে
বাতাসে বিশ্ব বিভোর !
কিছু কাহিনী না হেরে জানি
থাকে অনন্ত মন্ত্রে অজর l


না বলা কিছু না ভোলা কথা
সমীর সোহাগে বলে !
শত ভুল দিয়ে সাজানো পৃথিবী
তাই- ভুলোনা ভুলের কালে l


কারো চাহতের চিঙ্গারী নিয়ে
আজও বুকে বহ্নি শোয় !
প্রীতির পাথরে প্রতিমা গড়া
ব্যথার পানিতে ধোয় l


ওই মর্মর অঙ্গে মোহিনী রঙ্গ
যেন জানহীন জাগা জনাজা
জিন্দা চিরাগ জিগরে জ্বলে
রুপেতে অরূপ ফিজা l


আসমানী বুকে আভূষণ হয়ে
চাঁদের, গভীর চির গর্ব !
তাজের তনে চন্দ্রমা চুমে
করে, মিথ্যা গরিমা খর্ব l


আজকের দিনে দিলের ছাড়া
প্রেমকে ক'জন পোষে !
ঐ মহলের মহিমা মহান
শুধু স্মৃতির সেতারে হাসে l


সময়ের এই সংকট স্রোতে
আজ সনাতন সুর সুপ্ত !
পাঁকের ওপরে পঙ্কজ হয়ে
থাকবেনা- ইমানে এমনে সুস্থ l


প্রীতিকে পুড়িয়ে প্রেয়সী হারিয়ে
যন্ত্রে জীবন সাজাও !
সবার মনে শিশমহল আছে
তাকে আজ, মর্মর মন্ত্রে জাগাও l



রচনা কাল :- ২০০৯ মার্চ (আগ্রা